সুন্দরের চিন্তাগুলি চোখের সামনে গুঁড়িয়ে যাচ্ছে অকাতরে
লালিত স্বপ্নগুলি চূর্ণবিচূর্ণ হয়ে হারিয়ে যায় পরিপূর্ণতার আগেই,
আদিম হিংস্রতার দাপটে
সভ্যতার ছোঁয়া বিলীন হচ্ছে
অথচ চেয়ে চেয়ে  এখনো দেখছি প্রাগৈতিহাসিক আদিমতা।
সুন্দর সকালের সূর্য করে -
যেখানে সবুজ  ঘাসের বুকে চিক চিক করবে শিশিরের বিন্দু
অথচ সেখানে অন্ধকার প্রকোষ্ঠ,
সভ্যতার কল্পনা বড়ই বেমানান।
শরীরে জ্বলন্ত আগুনের লেলিহান শিখা এখন দাও দাও  জ্বলছে অবিরাম,
যা নিবারন যোগ্য নয়
আগ্নেয়গিরির জ্বলামূখ দিয়ে বিস্ফোরিত হতে উদ্যত -
আর কতক্ষণ বলো আটকে রাখবে?
সত্যিই একদিন জ্বলে উঠবে
সুকান্তের দেয়াশলাইয়ের কাঠির মত,
তীব্র  আগুনে ছাড়খার হয়ে যাবে তোমাদের যত অনাচার।
সুন্দরের স্নিগ্ধতায় ভরে উঠবে হৃদয়ে লালিত নির্মল স্বপ্নগুলি।
   ***   ***