তাও কি আমারই দোষ
     - মোসলেম উদ্দিন মনির
।।
আমিতো রাইতের আঁধারে -
শাবল নিয়ে কারো ঘরে সিঁদ কাটি নাই,
কিম্বা গ্রীল ভেঙ্গে -
দামী গহনা , নগদ টাকা নিয়ে সটকেও পড়িনি ,
তাহলে আমার কি দোষ ?
।।
আমি কি পিস্তল আর চাপাতি নিয়ে বেরোই ,
আমি তো ওগুলো কারো ঘারে ধরে বলিনি-
ব্যাটা যা আছে দে,
তাহলে আমার কি দোষ ?
।।
আমি তো কারো হাটে হাঁড়ি ভাঙ্গিনি
এ কথাও বলিনি -
হারেজ আলী হরমুজে মেয়ের কুমারিত্বে ছোবল মেরে
ওর সতিত্ব নষ্ট করেছে ,
তাহলে আমার কি দোষ ?
।।
আমিতো অস্ত্র উঁচিয়ে মহাজনকে বলিনি
দুই লাখ টাকা দে , নইলে জানডা দে ,
তাহলে আমার কি দোষ।
।।
নকল করতে দেয়না বলে-
মাস্টার বাবুর গলায় চাকুও ধরিনি,
পরীক্ষায় ফেল করে তাকে -
একথাও বলিনি - বিদ্যালয় ছেড়ে দে ,
তাহলে আমার কি দোষ ?
।।
সুন্দরী রোজিনা প্রেমে রাজী হয়নি বলে
ওর মুখশ্রীতে এসিডও মারিনি ,
এমন কি বন্ধুদের নিয়ে-
পালাক্রমে ধর্ষণও করিনি ছলিমের ষোড়ষী কন্যার ,
তাহলে আমার কি দোষ ?
।।
আমি শুধু এটা কতাই কইচি -
বাপু তোমারা কেমন মানুষ গো ?
তাও কি আমারই দোষ ???
        *** *** ***