এখনো আমার পাটাতনের উপর -
তোমার পায়ের ছাপ
সমুদ্র নিয়ে যাবে দূরে , বহু দূরে
প্রশান্ত নীলিমার কাছে ।
রক্তের ছাপ ক্রমে বিবর্ণ হয়ে যাবে
সন্ধ্যার ধূসর তারার মত
নীর হারা পাখি গুলি আর
ফিরবেনা আপন নিলয়ে।
দুঃস্বপ্নের সিঁড়িগুলি ভেঙ্গে যাবে
জীবনের কঠিন আবর্তে ,
ডায়রিতে আর লিখবোনা -
বর্থতার সকরুণ ইতিহাস।
।।
তোমার সূর্য উঠুক
আমার ভোরের আঁধারের বক্ষ ভেদ করে,
তবু আমি বলবো -
তোমারি প্রতিক্ষায় আছি।
*** *** ***