অনেকটি বছর পেরিয়ে গেছে
তোর মনের সাথে আমার বসবাস
একই সুতোয় সেলাই করা ভালবাসা
তবু বিশ্বাস করিসনা মৌমিতা আমি তোকে কতটা ভালবাসি,
তোর মনে সহস্র সন্দেহের বীজ
আজো বপিত হয় প্রতি মূহুর্তে ,
আমার চরিত্র নিয়ে ভাবিস সারাক্ষণ
যেখানেই যাস সেখানেই শুনিস
আমার লাম্পট্টের বেসাতি বিস্তর।
একটি বারও বিচার করিসনি তোর বিবেকের আদালতে,
জানতাম  বিচক্ষণ তোর অন্তরাত্মা
হ্যাঁ একেবারে নিখাদ সে বিশ্বাস তোকে নিয়ে মৌমিতা।
আমার-
ভোরের কলকাকলীতে তুই
সকালের সৃর্যোদয়ে তুই
দুপুরের খড়তাপে তুই
বিকেলের গোধূলী লগনে তুই
সন্ধ্যার ঝিঁ ঝিঁর ডাকে তুই
মধ্যরাতে ডাহুকের বিরহী সুরে তুই
আমার আস্তিত্বের প্রতি পরতে পরতে শুধুই তোর স্পর্শ।
তবুও তুই বলিস .........
আজ আর আমার কোন অভিযোগ নেই
নেই কোন অনুযোগ ,
ভালবাসার দাবী নিয়ে আর কখনো তোর মত সতী সাবিত্রীর কাছে
এক চরিত্রহীন লম্পট
আসবেনা মিথ্যার বেসাতি নিয়ে।