আমার অনুভূতি এখন নিঃষ্ক্রীয় , স্পন্দনহীন
বাক রুদ্ধ হয়ে আসে আমার,
মনে হয় ঘৃণা আর লজ্জার অনুভূতি ভোঁতা হয়ে গেছে ,
কি পরিচয় বলবো আমার ?
জানি পরিচয় পেলে ঘৃণা আর অবজ্ঞা ছাড়া -
কিছুই পাবনা , তবু বলি-
আমি পিতৃ পরিচয়হীন এক এক অসহায় বালক,
জন্মের পর ময়লা ন্যাকড়ায় মুড়িয়ে -
ডাস্টবিনে ফেলে যায় চরিত্রহীন মা ,
বিধাতার অপার কৃপা তাই বেঁচে আছি।
তোমাদের সভ্য সমাজে অস্পৃশ্য
এক ভারবাহী জীব ,
আমাদের স্পর্শেও তোমাদের পাপ ।
কিন্তু কি অপরাধ ছিল -
আমার মত পরিচয়হীন বালকদের ?
।।
গুলশান, বনানী, ধানমণ্ডীর সুরম্য অট্টালিকায় -
হতে পারতো আমাদের বাস !
জর্জেট শার্ট , জিন্স প্যান্টের ভাঁজ হতে ছড়াত সুগন্ধির ঘ্রাণ
এখন এ শরীর থেকে ছড়ায় -
ডাস্টবিনের পঁচা ময়লার দুর্গন্ধ,
ডাস্টবিনের ময়লা থেকে কিছু টোকাই
দু' বেলা দু'মুঠো খাবারের প্রত্যাশায় -
শুধু বেঁচে থাকার তাগিদে ,
তাইতো তোমরাও বল টোকাই ।
কিন্তু একবার বিবেকের কাছে প্রশ্ন করে
দেখেছ কি !
এ টোকাইদের জনক -
তোমাদের মত ভদ্রবেশি কোন নর পশু।
      ***