তোমরা সবাই কেন দল বেঁধে
অমন হিংস্র দানবের মত ধেয়ে আসো
কোন বাদ-বিচার ছাড়াই আঘাত কর,
শরীরে নয়-
একেবারে হৃদয়ের মধ্য খানে
কুরবানীর পশুর মত খুন ঝরে বিরামহীন ,
কতটা বেদনায় কাতর হই -
তা বুঝবার অনুভূতি বোধকরি একদম নেই তোমাদের ,
পাখি শিকারে যেমন থাকেনা পাষণ্ড বন্দুকধারী শিকারীর।
ইচ্ছে হলেই বুঝি এমনটি করতে পার নিঃশঙ্কোচে-নির্বিঘ্নে ।
বাল্মিকি যেমন চেয়ে দেখেছিল তমসার পারে
তেমনি করেই দেখি নিজের রক্ত ক্ষরণ,
তোমরা বুঝবেনা অনামিকা, নন্দিতা, রজনী সে ক্ষরণে কত যন্ত্রনা , যে আঘাত করে কষ্টটা অনুভবের স্পৃহা তার থাকেনা।
সে যন্ত্রনা শুধুই আমার,
একান্ত আমার।
       ***