তুমি তসলিমার নষ্ট গদ্য তা বলছিনা ,
কিম্বা নষ্ট কবিতাও নয়-
তুমি নষ্ট হয়ে গেছ তাও বলছিনা
তোমার শরীরে অন্যের গন্ধ লেফটে আছে - এটা জেনেও বলছিন আই হেট ইউ,
তোমার ভালবাসা ফরমালিন মুক্ত তাও নিশ্চিত বলতে পারছিনা।
তোমার অনুরাগের রাজ্যে অসংখ্য কীটের বসবাস আমি তাও বলছিনা অনামিকা !
এ কথাও বলছিনা সে রাজ্যে অগনিত কামুক পুরুষের অবাধ বিচরণ,
একথাও বলছিনা ওরা তোমার নরম শরীরটাকে চিবিয়ে খেয়ে হয়রান,
তোমার নিটোল মুখে পরম আদরে ঠোঁট বুলিয়েছে,
তোমার গোলাপী ওষ্ঠ মুখে পুড়েছে।
অথচ- আমি নিশ্চিত বলতে পারি অনামিকা
আমি তোমায় ভালবাসি
নিখাদ সে ভালবাসা তুমি বুঝবেনা।
         ****