তুমি টিকতে পারনি,  একদম টিকতে পারনি মৌমিতা,
সবে মাত্র ব্যাট হাতে দাঁড়িয়েছিলে-
ভালবাসার ষোল গজের জমিনে।
কোর্টনী ওয়ালস,ব্রেট লী, শোয়েব, ওয়াসিমকে মোকাবেলা করেছ অবলীলায়
ওফে, অনে,  লেগে, সমানে গেছে বল মাঠের বাইরে,
কখনো মাটি মাকড়ে কখনো বাতাসে ভেসে।
আমি তো দেখেছি তোমার আগের ম্যাচগুলো
কী দারুণ দক্ষতায় রান তুলেছ নান্দনিক চার ছক্কায়,
উল্লোসিত- উজ্জীবিত দর্শকের বাঁধ ভাঙ্গা চিৎকারে মচ্ছব স্টেডিয়াম ;
শুনেছি চৌধুরী জাফরউল্লার চমৎকার শব্দে সাজানো ধারা বিবরণী।
ম্যাচ সেরার পুরষ্কার  কতবার তোমার হাতে উঠেছে -
তার হিসেব মেলা ভার।
অথচ-আজ সামান্য অখ্যাত বোলারের সামনে তুমি সম্পূর্ণ ব্যর্থ  
চুড়ান্ত ম্যাচে এমনি করে হেরে যাবে বুঝতে পারিনি ;
কেমন করে বুঝবো বলো?
ম্যাচটি যে তোমার পাতানো ছিল।
বাইশ গজের পিচে ফিক্সিন হলে তদন্তে ধরা যায়,
ষোল গজের তদন্ত করবার সাধ্য কার বলো!
    ****