নিরালায় নিরজনে বসে একা ভাবি
কি করলাম জীবনে আমি এতদিন
বিষন্ন জীবন চক্রে নিরুত্তর কবি ।


পাপ সিন্ধু মাঝে ডুবে গেল বারমাস
যে দিকে তাকাই শুধু আঁধার আঁধার
সর্বস্ব লুন্ঠিত হলো জীবন বিনাশ ।


নিরাশার ঘেরাটোপে ক্ষীণ সব আশা
জীবন অঙ্গার সম পুড়ে দুখানলে
চৌদিকে ছড়ানো ঘন প্রবল কুয়াশা ।


তমসা কাটে আসে আলোর আভাস
মেঘ রাশি ভেসে নেয় উতাল হাওয়া
মেঘ ভেদে প্রকাশিল নতুন আকাশ ।


রহস্য ঈক্ষনে হয়ে অধীর উতলা
নিবিষ্ট রাখিনু চিত্ত অসীমের ধ্যানে
টুটে গেল সব ব্যথা হতাশা অতলা ।


থাকিলাম ধর্মে-কর্মে সদা নিয়োজিত
পাপকর্ম, পাপগম না রাখিয়া মনে
মনের নিরাশা যত হইল রহিত ।


দিন যায় গত হয় কাঁটিল আঁধার
অশুভের মাঝে শুভ পর্শে বিধাতার ।।


বি দ্র (কবিতাটি ইতালীয় তের্জারিমা ছন্দে রচিত)