(১)
নেকির আশে রোজার মাসে বুজর্গী সাজ সাজি
রমজান এলে যায় না বোঝা কে হাজী কে পাজি
বারো মাসের এগারো মাস যারা ছিল পাজি
নাজাতের এ মাসে রে ভাই তারাই হয় যে হাজী
এ যে কাজের বেলায় কাজী কাজ ফুরালে পাজি !!!
গাফিলতি যতই করো নিয়তের কারসাজি
অন্তরের সব খবর তোমার জানেন যে আল্লাজী
সংযম তুমি শিখলে যাহা পণ করো হে আজি
সারা বছর এখন থেকে থাকতে তেমন রাজি ।
তানহলে মা’বুদ তোমার হবেন যে নারাজি ।।
(২)
যে মুখে কোরআন করো তেলাওয়াত বয়ান করো হাদিস
সে মুখেই আবার ফাহেসা বকো বুঝি না তাহার হদিস ।
হালাল খাওয়ার জন্যে যে মুখ দিলেন খোদাপাক
সে মুখ দিয়ে হারাম খেয়ে হৃদয় করো খাক !!
(৩)
মুতে পরে নেয় না পানি মুখে বলে অনেক জানি
এ কেমন ভাই মুসলমান মূখস্ত তার কোরআনখান !!
(৪)
পূজো এলে সবাই মিলে  ঢোলের তালে নাচতে
সারা বছর নাচলে যেত সব যাতনা আস্তে
পূজোয় যেমন ভূলে যাও সব ভেদাভেদ মনের খেদ
সারা বছর এমনই হতে বলে নি কি পূরাণ-বেদ ?
পূজো এলে পূজো কর দূর্গা, লক্ষী, কালী পূজা
পূজা গেলে আর কর না হরির পথ কি এত সোজা ?


(৫)
রাখ তোমার হিন্দুয়ানী কবার পড় বেদখানি ?
সিঁত ফাঁটিয়ে সিঁদূর দিলে তাতেই কি হিন্দু হলে ?
ধূতি পরে হিন্দু সাজো মন্দো কাজে কেন মজো ?
বুঝে কর ধর্মে আছে যা সফল হবে হরি খোঁজা ।