আমরা যখন ঈদের দিনে
মাতছি ঈদানন্দে
যুদ্ধ দেশের অনেক শিশুই
কষ্টে, ভয়ে কান্দে ।
আমরা যখন করছি বরণ
ঈদ, ঈদের সুখকে
কাশ্মীরে দিন যাচ্ছে শিশুর
হতাশা ও আতংকে ।
আমরা যখন ঈদের দিনে
খুশিতে খাই দোল
গাজায় শিশু অশ্রু চোখে
খুঁজছে মায়ের কোল ।
আমরা যখন ব্যাবাক খেয়ে
বিভোর অলস ঘুমে
শামের শিশুর ঘুম ভেঙ্গে যায়
শব্দ বুলেট ব্যোমে ।
পাই না খুঁজে ঈদের খুশি
আমার নিজের ঘরে
মনটা আমার রয় যে পরে
শাম-গাজা-কাশ্মীরে ।
কিসের ঈদ? কিসের খুশি?
আমার ভাইয়ের ঈদ নেই
তাদের দু:খে আমি দু:খি
আমারও আজ ঈদ নেই ।