১.
মনোযোগ নাই যার
লেখাপড়ার কাজে
ছাত্র ভাল হয় না সে
হয় যে ছাত্র বাজে ।
ধীরে-সুস্থ্যে, বুঝে-সুঝে
করলে পড়ালেখা
খুলবে মেধা; প্রতিভাও
হবে অনেক শেখা ।
শিখবে যত জানবে তত
প্রতিভাবান হবে
যশ ও খ্যাতি, শ্রদ্ধা-সম্মান
বাড়বে গোটা ভবে ।
তাই করো পণ বলছি ওরে
আজকে, এখন থেকে
পড়তে পড়া বইয়ের পাতায়
মন রেখে রেখে ।।


২.
আলসেমিতে কাল কাটে যে
হয় সে ভবে ব্যর্থ
থাকতে সুযোগ সে বোঝে না
তার জীবনের অর্থ ।
মন্দ তাহার হয় পরিণাম
ব্যর্থ ধরায় আসা
থাকতে সব ; সর্বহারা
হয় যে সর্বনাশা ।
থাকতে সময় করবে যারা
সময়ের কদর
জগতজুড়ে পাবে তারা
শ্রদ্ধা এবং আদর ।


৩.
হতে চাও বীর ?
করো নত শির ।
হতে চাও নন্দিত  ?
আগে হও নিন্দিত ।
হতে চাও সুপাত্র ?
হও ভাল ছাত্র ।  


৪.
যখন যাহা পড়ব আমি
আমার বইয়ের পাতায়
তখন তাহা লিখব আমি
আমার লেখার খাতায় ।
পড়ার পড়েই লিখি যদি
থাকবে ভাল মনে
লেখাও হাতের ভাল হবে
বাসবে ভাল জনে ।।


৫.
পড়লে পড়া হবে তোরা মানুষ হবে বড়
সব ভূলে তাই এবার তবে পড়ার মত পড় ।
আজে বাজে কাজে যদি সময় করো ব্যয়
পড়বি পড়া কখন ওরে সুযোগ চলে যায় ।
থাকতে সময় পড়তে হবে পড়ার মত পড়া
নইলে পরে হবে না রে মহৎ জীবন গড়া ।


৬.
ডুবলে বেলা থামিয়ে খেলা
ঘরেতে ফিরে গিয়ে
ছাত্রছাত্রীগণ দাও পাঠে মন
মুখ, হাত,পা ধুয়ে ।  
খেলাতে যেমন পড়াতে তেমন
অলসতা পরিহার
পড়িবে যেমন গড়িবে তেমন
জীবন ও সংসার ।


৭.
এ জগতে বড় হবার অনেক উপায় আছে ;
অনেকেই বড় হয়
বই না পড়ে আসল বড় কেউ কি কখনো হয় ?
বাড়বে জ্ঞান হবে জ্ঞানী পড়বে যত বই
সকলকে তাই পড়তে হবে বই আর বই ।
বই না পড়ে বড় হলে কেউ কবে না বড়
বড় যদি হতে চাও- পড় বই পড় ।।


৮.
অল্প করে গল্প করা
মোটেই সুঅভ্যাস নয়
অল্প করে গল্প করে
অনেক সময় নষ্ট হয় ।।


অল্প করে গল্প বলে
অনেকেই হয় গল্পকার
গল্পকারে গল্পকরে
প্রাণ যে জুড়ায় সবাকার ।


বাজে গল্প বাজে অল্প
কেউ রাখে না মনে তা
গল্প ভাল বাসবে ভাল
আবালবৃদ্ধবনিতা ।


৯.
সুখী যদি হতে চাও, চাও সুখ পেতে
কারসাজি করোনাকে সময়ের সাথে । ।


১০.
লেখাপড়া করো যদি দিয়ে মনোযোগ
ভালভাবেই করিবে জীবনোপভোগ ।।


১১
জীবনকে পেতে হলে সুন্দর রুপে
বেশী করে বই পড়ে জ্ঞান নাও লুফে ।।


১২.


অনর্থক কাজে-কর্মে না থেকে মত্ত
মত্ত সবে থাক নিয়ে তথ্য ও তত্ত্ব
তথ্য ও তত্ত্ব জ্ঞানে মানুষ হবে সত্য ।।


১৩.
এ যুগের ছাত্রদল
করে নাকো কোন ছল
নবরুপে গড়িতে ধরা,
মন দিয়ে করে লেখাপড়া ।