মতিহারের চির সবুজ চত্বরে
স্বপ্নের মতো স্বচ্ছ প্যারিস  রোড
শীতল করা সবুজ গাছ-গাছালী
গন্ধ-সুবাসিত ফুলের বিক্ষোভ।।


চোখ ধাঁধানো গগনশিরীষ গাছ
বরেন্দ্রের মাটি চিরে জেগে ওঠা
সহসা কারোর থমকে উঠে দৃষ্টি
বাতাসে বাতাসে দুলে উঠে গাছপাতা ।।


বাহারি ডালে সজ্জিত গাছগুলি
সুউচ্চ গাছের শোভনীয় বিন্যাস
স্বর্গ ছুঁয়েছে স্বচ্ছ প্যারিস রোড
লালন করে ক্যাম্পাসের ইতিহাস।।


সবুজের বুকে জীবনের স্পন্দন
শিরীষের বনে অসাধারণ উজ্জ্বলতা
সৃর্যের আলো, চাঁদের উত্তাপে
অপরূপ শোভায় শোভিত প্যারিস রাস্তা।


পেরিয়ে গেছে যুগে যুগে কতকাল
প্রকৃতির নিয়মে বৃদ্ধ হয়েছে কত জনা
বৃদ্ধ হয়নি আজও সে প্যারিস রোড
আজও সে তরুন আজও সে যৌবনা।।


বিঃদ্রঃ অক্টোবর 2019 রাজশাহী বিশ্ববদ্যিালয় ক্যম্পাসে অবস্থনা কালে বিশ্ববিদ্যালয়ের  স্মৃতিবিজরিত বিখ্যাত প্যারিস রোডকে নিয়ে নির্মিত এই কবিতা।