ছোট্র হলেও স্বাদে ভরা আমার দেশের পেঁয়াজ
না খেলেও চলবে ওরে পরের মটু পেঁয়াজ।।


স্বাদের কারন দেশী পেঁয়াজ তাই তো মনে হয়
যেভাবেই হোক কৌশলে তা উল্টো পাচার হয়।।


উৎপাদন তো যথেষ্ট হয় বাইরেও হয় রফতানী
সংকটের কথা বলে পরের কেন আমদানী??


সুক্ষ্য ভূয়া রাজনীতিতে দেশের মানুষ ধকলে
স্বাদের পেয়াজ ব্যবসা এখন সিন্ডিকেটের দখলে।।


ইলিশ দিবি পেঁয়াজ পাবি এমন খোরা যুক্তি
মুখে বলে বন্ধু পরম আসলে নাই ভক্তি।।


এটার একটা বিহিত আছে বলবো কি সে গল্প?
আগে না হয় বেশী খেতাম এখন খাবো অল্প।।


যে বা যার কারসাজিতে হচ্ছে এমন সংকট
এসব কিছুর প্রতিবাদে তারটাও করি বয়কট।।
............