বাংলা চির অম্লান


মোঃ মোস্তাফিজুর রহমান


আকাশ ভরা তারার মাঝে
একটি আশার চাঁদ,
আড়াই হাজার ভাষার মাঝে
বাংলাতে পাই স্বাদ।


বাংলা আমার প্রাণ স্পন্দন
মন মাতানো সুখ,
কৃষক-শ্রমিক-মজুর-জেলে
বাংলায় বাঁধে বুক।


বাংলা মোদের গর্বিত মুখ
বাংলা মাতৃভাষা,
বাংলা বিনে বীর সেনানির
না মিটিবে আশা।


মাঠে ঘাটে তেপান্তরে
যেথায় ছুটে যাই
বাংলা ভাষার তৎপরতা
চক্ষু কর্ণে পাই।


বাংলা ভাষায় মাঝি মাল্লা
ভাটিয়ালি সুরে গাই,
বাংলা ভাষায় উদাস গাড়িয়াল
ভাওয়াইয়া শুনাই।


বাংলায় শুনি জারী-সারি
বাউলের ঐকতান,
মনমাতানো পুঁথি পাঠে
শ্রুতার জুড়ায় প্রাণ।


বাংলায় পেলো লালন হাসন
মনমাতানো তান,
আট ফাল্গুনে না হেরে বাংলা
জাগরূক চির অম্লান!


তারিখঃ ১১/০২/২০২০