বসন্ত মায়া


মোঃ মোস্তাফিজুর রহমান


ফাগুন হাওয়ায় পত্রপল্লব আজ নব উদ্যমে সাজছে
আজ ফুলকলিতে মৌ প্রজাপতি মন খুলে নাচছে।
এ যেন বসন্ত বাতায়ন, এ যেন বৃক্ষরাজির মহাআলিঙ্গন
বার্ধক্য আসা অঙ্গের পালাবদল করে নতুনের বর্ণিল চুম্বন।


বিটপী শাখে আজ আবির্ভূত বিমূর্ত আলোশী
বহুপ্রতীক্ষিত অচেনা মানসী, শীতনিদ্রা ভেঙ্গে হয়ে উঠেছে প্রেয়সী।
আম্রকানন আজ নবীন মুকুলে ঢাকা
থরে থরে সাজানো, এ যেন; পটোয়ার উর্বর তুলিতে আঁকা।


শিউলি তলায় ঝর-ঝর পুষ্পের আভায় বিমোহিত অতৃপ্ত প্রাণ
পিপাসিত চোখে কি অপলক চাহনি যেন বইছে অধরে অগ্নিবান।
পত্রশাখে আজ ঐশী স্পর্শের বসন্ত মায়া
সাত রংয়ের ধনুক সুভিত আবেশী মমতায় জড়িয়ে আছে বর্ণিল কাঁয়া।


শিমুল ফুলে ফেঁপে উঠছে রাশি-রাশি লোকালয়
তারকা পদস্খলিত হয়ে, এ যেন মর্তে শোভা পায়।
নির্মল বায়ুর আগমনে জরাজীর্ণতা আজ বিলীন
ফাগুনের জয়গানে সকল পিছুটান যেন নির্বিকার ও মলিন।

ফুলের প্রস্ফুটন শত বেদনাকে দিলো হারিয়ে
সকল পূর্ণতার সন্ধানে সক্রিয় আজ নোঙর ভিড়িয়ে।
ফুলের মুগ্ধতার মোহজালে বসন্ত মায়া আঁকড়ে ধরেছে
কবিমন গুনগুন তব ফাগুন সখাকে রঙ্গিন খামে লিখছে।


তারিখঃ ১৪/০২/০২০