বর্ষায় শিশুর যত্ন


মোঃ মোস্তাফিজুর রহমান


বর্ষায় এখন খাল-বিল আর, ডোবা-নালায় জল,
খেলছে শিশু জলের ধারে, খেয়াল রাখি চল।
আজ যে শিশু খেলতে দেখি, পুকুরের ঐ পারে,
অসচেতন হলে স্বজন, শিশুর বিপদ বাড়ে।


পুকুর ভরা জলের ধারায়, কৌতূহলী মনে,
খেলতে খেলতেই নামে জলে, আনন্দেরই সনে।
অবুঝ ওরা সবুজ ওরা, ফুলের মত ঘ্রাণ,
পানির নিচে ডুবে গেলে, উড়বে কচিপ্রাণ।


একটুখানি ভুলে তোমার, হারাবে বুকের ধন,
যে ব্যথাতে কাঁদবে তুমি, তোমার সারাজীবন।
অন্য সকল কাজের মত, শিশুর যত্ন নাও,
বেখেয়ালি না হয়ে তুমি, মায়ার হাতটি বাড়াও।


থাকো তুমি শিশুর সাথে, সর্বদা রেখো নজর,
তা না হলে দিবে ফাঁকি, করে তোমায় পর।
বিপদ-আপদ মুক্ত রেখে, বুকে আগলে ধরো,
দেশ ও দশের কল্যাণে আজ, নিজের শিশু গড়ো।


তারিখঃ ২৯/০৭/২০২০
বর্ষাকালে শিশুর যত্ন, স্বপ্নের বাংলাদেশ