💪💪দুখু থেকে নজরুল 🤜🤜


     মোঃ মোস্তাফিজুর রহমান


আসানসোলের চুরুলিয়ায় এলো সাহিত্যের পাঞ্জেরী
তাঁর মসিতে পরাধীন বাংলায় ঝঙ্কিত হলো রণভেরি!
হাতেখড়ি মক্তবে --- শিখে লা ইলাহা ইল্লাল্লাহ
বুলবুলির কন্ঠে শুনে--- মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সঃ)!


চঞ্চল-চপল, ব্যাথাভরা মন, খেয়ালি দুখুমিয়া
লেটো গান সেদিন পূর্ণতা পেতো, শিশু নজরুলকে নিয়া।
রুটির দোকানে আটা পিষতে- ঘেমেছ তুমি দৈনিক
সংসারের ঘানি তোমার কাঁধে- তাই হলে বীর-সৈনিক!


পরাধীনতার শিকল ভেঙে- দিলে তুমি হুঙ্কার
বজ্রবাণী তোমার লিখনে- কান্ডারী হুশিয়ার!
ব্রিটিশ শাসক- তোমার চিৎকারে হয়েছিল বিহ্বল!
তুমি বললে,খোলে দে শিকল, নচেৎ কিলের চোটে হাড় করি'ব জল!


সাম্যবাদী স্বপ্নদ্রষ্টা- সাম্যের গান মুখে
ধর্মভীরু মৌলভী-পুরুতঃ কেঁপেছে ধুঁকে-ধুঁকে।
তোমার 'মানুষ' প্রতিবাদে মুখর, ধর্মান্ধের গায়ে চাবুক!
ইসলামের পরশ,সুবিচারের আধার,তোমার-'ওমর-ফারুক'।


অমরসৃষ্টি চির-চেনা সুর, তোমার 'বিদ্রোহী'!
অপকর্মের হোতাদের তুমি - করালে পদলেহী।
রণ সঙ্গীতের হঙ্কার শুনি তোমার 'চল-চল-চল'
দুরন্ত পথিকে বৃদ্ধের দেহে প্রদৃপ্ত যৌবনের ঢল!


আসানসোলোর নয়নমণি সাহিত্যে বঙ্গফুল
কর্মগুনে তুমি হয়ে গেলে দুখু থেকে নজরুল!


তারিখঃ ২৬/০৫/২০২০
নজরুল জয়ন্তী-২০২০-করোনাকা'ল,লকডাউন, চট্টগ্রাম।


৩০-০৫-২০২০ তারিখে দৈনিক আলোকিত সকাল পত্রিকায় প্রকাশিত