গণক ও টিয়া


মোঃ মোস্তাফিজুর রহমান


ভন্ডগণক ভাগ্য গনে
টিয়াপাখি দিয়ে,
হয়ে যাবি কোটিপতি
তাবিজ কিনে নিয়ে।


তোর ভবিষ্যৎ মন্দ অতি
শিক্ষাদীক্ষায় ফেল,
গোবরমাথা জাগবে'রে তোর
নিলে কদুর তেল!


ভন্ডগণক ফন্দি আঁটে
বলে টিয়ার কানে,
গনে বলিস দুর্ভাগা তোর
জীবনের নাই মানে।


টিয়াপাখি আকাশ-পাতাল
সবই গনে বলে,
পাঁচশ টাকার কবজে তোর
ভাগ্য যাবে খুলে!


ভন্ডগণক টিয়া দিয়ে
মানুষ ঠকায় রোজ,
ভাগ্যগনার নামে শুধুই
ধান্দাবাজীর ভোজ।


নিজের ভাগ্য গনিস এখন
ওরে ভন্ডগণক,
পাপেরবুজা হচ্ছে বড়
নড়ছে'না তোর টনক।


তারিখঃ ০৬/০৭/২০২০
সন্ধ্যা ৮.৪২পিএম, স্বপ্নের বাংলাদেশ।