জীবন ট্রেনের পরিসমাপ্তি


মোঃ মোস্তাফিজুর রহমান


আমি আনমনে বসে আছি
হঠাৎই ট্রেনটি তন্দ্রা ভেঙে ছুটে চলল---
আমিও হতচকিত হয়ে উঠলাম!


ট্রেনের দপাদপ ঝকাঝক ধ্বনি আমাকে আকৃষ্ট করলো,
মনে হলো এটা
প্রেয়সীর কদমে নুপুরের ঝুমঝুম টুনটুন তান!


আমি জানালার ফাঁকে লুকোচুরি চাহনিতে
প্রিয়ার সেই রুনুঝুনু পদচারণা খুঁজে ফিরলাম,
বিস্তীর্ণ পথের দু'ধারে; আমি----
সবুজ শ্যামলীমায় প্রিয়ার চাঁদ মুখ ও
স্বদেশের রূপের খনি অতৃপ্ত নয়নে আস্বাদন করলাম!


হঠাৎই হেঁচকা টানে ট্রেন থামলো
আমার স্বদেশপ্রীতির দিবাস্বপ্নটি এক ঝাঁকুনিতে
ভেঙে খান-খান হয়ে গেল,
আমিও ব্যথিত হলাম কিঞ্চিৎ ;
তথাপি আমি উপলব্ধি করলাম
কতই না মমতায় মুড়ানো আমার দেশটা,
সত্যিই যেন প্রিয়ার নরম হাতের ছোঁয়া!


অবশেষে আমি আপন ঠিকানায়,
তথাপি; ট্রেনের নিরন্তর পথচলা থামে না।
প্রকৃতির রূপ-সুধা আহরণে ছুটে চলল অজানার পথে
জীবন ট্রেনের পরিসমাপ্তি এভাবেই রচিত হবে
কোন এক সোনালী সন্ধ্যায়।


তারিখঃ ২২/১০/২০২০ঃ৯ঃ২০এএম
জীবন ট্রেনের পরিসমাপ্তি, স্বপ্নের বাংলাদেশ।