মা জননী


      মোঃ মোস্তাফিজুর রহমান


মা জননী, শান্তির ধরণী, মা যার আছে বেঁচে,
আস্থার আধার, সুখের পাহাড়, স্বর্গ পায়ের নিচে।


শত অপরাধ, ক্ষমা অগাধ, মায়ের আঁচল তলে,
অসীম কষ্ট, থাকে তুষ্ট, গড়ে তিলে তিলে।


বিধাতার দান, মা মহান, সমকক্ষ নাই কেহ,
মা'য়ের ভাষা, জ্ঞানের পরসা, এগিয়ে চলার দ্রোহ।


শিশু-কিশোর, বৃদ্ধ বিমূঢ়, মা'য়ের কাছে সম,
মায়ের মুখ, সকল সুখ, মা যে শ্রেষ্ঠতম।


মা বিহীন, আমি মলিন, পাষাণে বক্ষ বাঁধি,
আমার মন, অশান্ত সারাক্ষণ, মায়ের জন্য কাঁদি।


হে রহমান, পরম দয়াবান, মা'কে দিও শ্রেষ্ঠ সম্মান।।


তারিখঃ ১০/০৫/২০২০
করোনাকা'ল- লকডাউন, চট্টগ্রাম।