মা প্রথম শিক্ষাগুরু


মোঃ মোস্তাফিজুর রহমান


যখন আমি অবুঝ ছিলাম বোল ছিলো না মুখে
ক্ষুধা-তৃষ্ণা পেলে আমি কাঁদতে থাকতাম দুখে।
মা যে আমায় করতো আদর কান্না শুনে এসে
ক্ষুধার জ্বালা মিটতো আমার মায়ের কোলে বসে।


আধোআধো মুখে আমি শিখছি প্রথম বোল
আমার মুখে ডাক শুনে মা হয়তো যে আকুল!
বাবা দাদা বলতাম আমি নানা খেলার ছলে
মা আমাকে ঘুম পাড়াতো ময়না টিয়া বলে।


চমকে গিয়ে ঘুম থেকে উঠতাম আমি কেঁদে
দৌড়ে আসতো মা জননী সব ফেলে সখেদে!
এসেই আমায় কোলে নিতো কান্না যেতো থেমে
মা ও আমি শান্ত হতাম স্বর্গ আসতো নেমে!


ধীরে-ধীরে বেড়ে উঠা মায়ের আঁচল তলে
দৃপ্ত পায়ে চলতাম আমি  সকল বাঁধা দলে।
আলতো আলতো মুখের ভাষা শেখা হলো সবে
মা বলতো এসো বাবা এবার পড়তে হবে।


হাত ধরে মা শিখিয়ে দিতেন বাংলা বর্ণমালা
মায়ের কোলটা ছিলো আমার জীবন পাঠশালা।
জন্ম থেকে মাতৃক্রোড়ে জ্ঞানের আলো শুরু
এই ধরাতে মা যে আমার প্রথম শিক্ষাগুরু!


তারিখঃ ২৪/০৯/২০২০
মা প্রথম শিক্ষাগুরু, স্বপ্নের বাংলাদেশ।