মুজিবের ফিরে আসা


     মোঃ মোস্তাফিজুর রহমান


ইতিহাসের মহানায়ক বীরত্ব গাঁথা নাম
জাতির পিতা তিনি শেখ মুজিবুর রহমান।
উদিত হলো চাঁদের আলো উনিশ শত বিশ সাল
তাঁর পরশে উজ্জীবিত বাংলা চিরকাল।
ন্যায় সত্যের পথিক তিনি শোষিতের দলে
কর্মচারীরাও অধিকার পেলো শুধু তাঁর বলে।
মাতৃভাষার মান বাঁচাতে শহীদ বরকত জব্বার
তাতেও তোমার স্পর্শ ছিল জানা আছে সবার।
চুয়ান্নর নির্বাচনে তোমারই জয়গান
উনসত্তরের অভ্যূত্থান তোমারই অবদান।
পূর্ব পাকিস্তান যেদিন হতে হলো বাংলাদেশ
মুজিব মুখে উচ্চারিত তোমারই নির্দেশ।
তুমি হলে গর্বিত যেদিন বঙ্গবন্ধু নামে
বাংলা পেলো মুক্তির আশা জনতার ময়দানে।
রেসকোর্সে দিলে ভাষন মুক্তি আনবে ছিনে
বীর বাঙালি কিছুই খুজেনি তোমার নির্দেশ বিনে।
ওয়ার্লেস এ ঘোষণা দিলে স্বাধীন বাংলাদেশ
সারা বাংলায় নব কেতন উড়ে পাকিস্তান হলো নিঃশেষ।
তোমার আটকে ম্রিয়মাণ জাতি ছাড়েনি তখন আশা
রক্তক্ষয়ী যুদ্ধ জয়ে পেলো বিজয়ের ভাষা।
কাপুরুষের দল তোমাকে সেদিন দিতে চেয়েছিল ফাঁসি
তোমার বদনে তখনও চেয়েছো বাংলা মায়ের হাসি।
জানুয়ারির দশ তারিখ তোমার প্রত্যাবর্তন
মহিরুহ নেতা তুমি শেখ মুজিবুর রহমান।
দুই হাজার বিশ আলোকিত হোক তোমাকে পেয়ে উৎস
মুজিবের ফিরে আসা জন্মশত বর্ষ।


তারিখ : ১০ জানুয়ারি ২০২০