মুক্তিগাঁথা


মোঃ মোস্তাফিজুর রহমান


রেসকোর্সে দিলে ভাষণ তুমি জনতার কবি
সেই ভাষণেই ফুটে উঠেছিল স্বাধীনতার প্রতিচ্ছবি।
নির্বাচিত সরকারকে, মসনদ ছাড়েনি পাকিস্তান
পূর্ব-বাংলা জবাব দিয়েছে তাদের করেছে নাস্তান!


উত্তেজিত জনতার মাঠে আসিলেন প্রাণের নেতা
বজ্রকন্ঠে উচ্চারণ করলেন বাংলার মুক্তিগাঁথা!
বাংলার আকাশ প্রকম্পিত সেদিন মুক্তি-মুক্তি পণ
নেতার কন্ঠ তাহাই ঘোষিলো,আজ হতে মুক্ত বঙ্গভূবন।


পলাশীর প্রান্তরে অস্তমিত যেদিন বাংলাদেশের সূর্য
নানা কষাঘাতে জর্জরিত জাতির ভেঙে গিয়েছিল ধৈর্য।
উৎপেতে থাকা নির্যাতিত বাংলা পেলো চিরমুক্তির দিশা
দীপ্ত কন্ঠের হুঙ্কার শুনে বাঘা-বাঙালী পেলো যুদ্ধজয়ের নেশা।


তোমার কন্ঠের অমরবাণী "মুক্তির সংগ্রাম"
বাঙালি করেছে জীবনবাজি দিয়েছে  রক্তের দাম!
ইউনেস্কো স্বীকৃত আজ, তোমার ঐতিহাসিক বজ্রবাণী
বঞ্চিত বাংলার বুকে, যাহা; স্বাধীনতা দিলো আনি!


তারিখঃ ০৭/০৩/২০২০