নবজাতকের স্বপ্নের পৃথিবী


মোঃ মোস্তাফিজুর রহমান


হে পৃথিবী তোমায় সালাম
আসছি আমি আজ
আমার শ্রমে পরাবো তোমায়
সবুজ শ্যামল তাজ।


হে পৃথিবী জ্বলছো কেন
হিংসার বহ্নি তাপে
যাহা দেখে মানবকূল আজ
শুধুই ভয়ে কাঁপে।


আসবো আমি তোমার বুকে
শান্তির পরশ নিয়ে
সাজ-সজ্জায় ভরাবো তোমায়
লাল-গালিচা দিয়ে।


হে পৃথিবী শান্ত হও আজ
অনল রাখো দূরে
তোমার অনলে জীব-বৈচিত্র
মরছে পুড়ে পুড়ে।


তোমার সাজ তখনই রবে
আমাকে রাখলে শান্ত
শীতল পরশ বিলীন হবে
হলে তুমি অশান্ত।


চলো আমার দুয়ে মিলে
সাজাই স্বপ্নের ভুবন
হানাহানি রবে না যেথায়
ভরবে দুয়ের মন।


সৃষ্টিকর্তা দেখবে চেয়ে
তাহার ফুলের ঢালী
সাজ-সজ্জায় রাঙিয়ে রেখেছি
হয়ে বাগান মালী।


তারিখঃ ১২/০৫/২০২০
কারোনাকা'ল-লকডাউন,চট্টগ্রাম