কবি গুরুর স্মরণে
     ২২শে শ্রাবণ কবির মহাপ্রয়াণে ক্ষুদ্র নিবেদন,


প্রেরণার রবি


মোঃ মোস্তাফিজুর রহমান


হে বিশ্বকবি তুমি প্রেরণার রবি,
কাব্য-কথা গানে সাজিয়ে দেখালে তব বচনে সবি।
তিলে তিলে ভরে তুললে তোমার ছোট্ট সোনার তরী,
কবিতা গল্প নাটক রম্য, গানেও তোমার সমান জুড়ি!


বনফুল হতে পথচলা তোমার পেছনে ফিরে দেখো'নি কভু,
বাঁধা বিঘ্ন দূরে ঠ্যালিয়া দুর্বার বেগে চলিলে তবু।
জাতীয় সঙ্গীতে ছোঁয়ালে তুমি তোমারই সুরের ধারা,
বাংলা-ভারতে বিমোহিত সবাই তোমার তানে পাগল-পারা।


দুরন্তপনার নজির দেখালো তোমার লালিত ফটিক চাঁন,
চার দেওয়ালের বন্দী জীবনে রচিল চির মুক্তির সোপান।
পল্লী বাংলার মেঠোপথ আর মায়াবী ছোট্ট নদী,
তোমারই কাব্যের সুরের মুর্ছনায় বয়ে চলে নিরবধি।


সাহিত্য শিখরে পৌঁছালে তুমি হে কাননের অলি,
নোবেলের স্বাদ এনে দিলো তোমায় তোমার গীতাঞ্জলি।
বাংলা সাহিত্যে মুকুট তুমি দিগন্তজোড়া বলয়,
ফুল-ফসলে তুলির আঁচড়ে রাঙিয়ে গেলে আপন আলয়।


তারিখঃ ০৭/০৮/২০২০
রবি ভাবনা, স্বপ্নের বাংলাদেশ।