প্রাতঃভ্রমণ


  মোঃ মোস্তাফিজুর রহমান


যামিনী যবে শীতল নিদ্রার ফ্রেমে
চারিদিকটা কোলাহল মুক্ত ঝঞ্ঝা যেন থামে।
বৃক্ষরাজী জেগে থাকে যেন বায়ুসখার দোলে
তিল তিল করে সঞ্চিত দানে সভ্যতা গড়ে তোলে।
মানব কূল নিদ্রা ভাঙ্গে প্রকৃতি পানে চায়
প্রকৃতি স্বগৌরবে তখনও রহে তুষারশোভিত গায়।
প্রাতঃভ্রমণে উঠিয়া যবে দূর প্রান্তরে চাই
শিশির শ্যামল দূর্বাদল কদম্ব তলে পাই।
কেহ পদতলে কেহ মহিরুহ নাহি যেন কোন ভেদ
তবে কেন মানব সভ্যতায় এত নিপীড়নের খেদ।
প্রকৃতি থেকে নিতে হবে শিক্ষা গড়তে মৌনতা
দূরীভূত হবে হিংসা-বিদ্বেষ যত আছে গৌণতা।
গড়তে হবে আলোর পৃথিবী অজস্র অমরাবতী
জনে জনে রবে মিল বন্ধন ছড়াবে প্রেমের জ্যোতি।


তারিখঃ ৬ জানুয়ারি ২০২০