রবের তরে


   মোঃ মোস্তাফিজুর রহমান


নাহি শীত নাহি গরম ঝড় তুষারের রেশ
মৃদুমন্দ আবহাওয়া সৃষ্টির জন্য বেশ।
প্রকৃতির রুদ্ররূপ অসীম লীলাখেলা
জীবকুলের আবাস ধরা তোমারই ভাসানো ভেলা।


তোমার দানে অন্ন-সুধা, শ্বাস-প্রশ্বাস সব
অকপটে স্বীকার করি তুমিই একক রব।
তোমার তরে জীবন-মরণ স্বপ্নের হাতছানি
তোমার বান্দার পথ চলাতে পাঠালে ঐশীবাণী!


চালাও মোদের স্বীয় পথে নাহি যেথায় দ্বেষ
সদকক্ষ বিচ্যুত হয়ে যেন কভু না হয় নিঃশেষ।
সদাচারে থাকতে মোরা সকল মানব চাই
পূণ্য পথে থেকে যেন তোমার নৈকট্য পাই।


মানব জনম করো ধন্য হে দয়াময় প্রভূ
গোনাহের কাজে রাখো বিরত, না যেন করি কভু।
ভালো-মন্দ বিচার করে চলতে যেন পারি
সুস্থ মস্তিষ্কে রাখো সদায়, হই যেন সদাচারী।


ধরার মাঝে চলতে দিও নিয়ে সঠিক সম্মান
প্রাণীকুলে গর্বিত যেন, হয়ে ওঠে আদম সন্তান!


তারিখঃ ৮ জানুয়ারি ২০২০
রবের তরে, একত্ববাদ, চট্টগ্রাম, স্বপ্নের বাংলাদেশ।