শিশির ভেজা ভোর


মোঃ মোস্তাফিজুর  রহমান


আমি নগ্ন পায়ে হেঁটে চলেছি
কোন এক শিশির ভেজা ভোরে।
টলমলে শিশিরকণা রৌদ্র স্পর্শে
জ্বলজ্বল করছে।


আমি এক দৃষ্টে তাকিয়ে আছি শিশিরকণায়,
শিশিরবিন্দুতে আমি প্রিয়তমাকে খুঁজে বেড়িয়েছি।
হঠাৎই  তার ঐশী স্পর্শ
আমার হাতে, পায়ে, চোখে অনুভূত হচ্ছে -----।


আমি তার অপলক চাহনিতে---
গ্রহ,নক্ষত্র, ছায়াপথ, পর্বতমালার মনভুলানো দৃশ্য দেখিতেছি
আর সশরীরে দেখার স্বাদ মিটাতে পরিভ্রমণে করিতেছি।
তার ভেজা স্পর্শ আমাকে
সমুদ্রের প্রলয় জোয়ারে নিমজ্জিত করিল।
আমি হাবুডুবু খাচ্ছি আর দু'হাতে
সুনীল সাগরের পরশমাখা বর্ণালী ফেনা আন্দোলিত করিতেছি।


পরম তৃপ্তে জোয়ারে ভাসিতে ভাসিতে,
তার আজানা স্পর্শ
আমাকে ভাসিয়ে নিয়ে গেল সুদূর আমাজনের দেশে
মিসিসিপি মিসৌরী নদীর তলদেশে তারকা খচিত হানিমুন রিসোর্টে।


সেই শুভক্ষণে হঠাৎ কপোল বেয়ে,
হৃদয় নিঃসৃত রক্ত, ঘাম হয়ে ঝরিতে লাগিল----।
আমি প্রিয়তমার কোলে শিথান রেখে সুখনিদ্রায় নিদ্রিত হইলাম--।


তারিখঃ ১০/০৮/২০২০
শিশির ভেজা ভোর, স্বপ্নের বাংলাদেশ।