তোমার কথা মনে পড়লেই
আমি স্মৃতির আয়নার পদানুবর্তী হই।
তোমার মুখোমুখি হলেই সর্ব সত্তায়
আমার শিল্পী হওয়ার সাধ জাগে।
.
তোমার কথা মনে পড়লেই
উত্তরের দেওয়ালটাকে ক্যানভাস
বানিয়ে শিক্ষানবিস শিল্পীর মতো
শরীরে গায়েবি এপ্রোন জড়াই।
এরপর আমি নিপুণ শিল্পির মতো
তোমার পোট্রেট আঁকতে থাকি-
এক পড়ন্ত বিকেলে শরৎ মেঘে
আচ্ছাদিত পাহাড়ের উপত্যকা ধরে
তুমি হাঁটছ। খোঁপায় বুনো ফুল।
তোমার দুধে আলতা নগ্ন পায়ে
হোয়াইট গোল্ডের চিকণ নূপুর।
তুমি এমন পলায়নপরভাবে হাঁটছ
যেন এক কামতাড়িত উগ্রপন্থী পাহাড়
অধৈর্য হয়ে তোমার পিছু নিয়েছে।
আর নকিবদার বাতাসকে অগ্রাহ্য
করে লুটেরা মেঘ তোমার এলোচুলে
লুটোপুটি খাচ্ছে।
.
তোমার কথা মনে হলেই কল্পনার
দেওয়ালে আঁকা তোমার শতসহস্র
প্রস্থানচিত্রে আমার স্টুডিও পূর্ণ হয়।
যদিও অস্তগামী সূর্যের বিপরীতে
আমার দীর্ঘকায় ছায়া বহুবার আমাকে
মনে করিয়ে দিয়েছে-
তোমার সাথে আমার বিচ্ছেদের বয়স
ক্রমশ বেড়েই চলেছে।