চৈত্রে পাতা ঝরিয়ে
কোনো কোনো বৃক্ষ
কেন আবক্ষ মূর্তিতে
পরিণত হয়,
ভিখারি সাজে?


শেষ মাঘে জল শুকিয়ে
কোনো কোনো নদী
কেন অচলা বালুমাঠে
মুখ লুকায়,
রোদ তাপায়?


কিসের আশায়
আকাশে উড়ন্ত
পাখির বুুুক থেকে
নরম পালক
খুলে পড়ে,
ঠিকানা হারায়?


কিসের আশায়  
মানুষ ভরা কটালে
জলজুয়াড়ি হয়,
প্রণয়ে জড়ায়?