আগুন নিজে জ্বলে
পোড়ায় অন্যকে।
আগুনের এমন কী কষ্ট?
কোন কষ্টে জ্বলে সে?


আমিও প্রায়শ পুড়ি,
পুড়ে পুড়ে পাথুরে মহাপর্বত হই।
আমাকে পোড়ায়
চক্ষুকোটরের সমাকীর্ণ জল।
আগ্নেয়গিরির মতো অন্তর্নিবিষ্ট
আগুনে জ্বলতে জ্বলতে
আমিও হয়তো মিলিয়ন বছর
পর তোমার প্রেমিক থেকে
হীরক স্ফটিকে রূপান্তরিত হব।
সেদিন আমার মেটামরফোসিস
নিয়ে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
প্রশ্ন তুললে,
আমি অভিশপ্ত অশ্রুকে
কিংবা পিশাচ আগুনকে
তিলমাত্র দোষারোপ না করে
সাফ তোমার নাম বলে দেব।