একটা কিছু করো।
ছমিরের বাপ, একটা কিছু করো।
আজ পাঁচ দিন ছমিরের রক্তবমি, পালাজ্বর।
গায়ে খই ফুটবে তাপে।
ঘর থেকে নড়ো, বন্দরে যাও, ওষধ-পথ্য আনো।
হামার ছমিরক বাঁচাও।
তোমার ট্যাকা নাই অসুখ কী তা বোঝে?
মোর আর আছে কী?
এই নাও মোর বিয়ার নাকফুলখান, এইডা ব্যাচো।
মরদ মানুষ, তুমি একটু নড়ো।
কবিরাজ বৈদ্য ডাকাও, হামার ছমিরক জাগাও।


ছমিরের মায়ের বিলাপ
তার কালাবধির স্বামী ছগিরের কানে পৌঁছে না।
অভাগার ডেরায় অভাবের অভাব হলো না জীবনে।
ছগিরের চোখে জল। সেখানে সাঁতার কাটে শূন্যতা।


ছমির অভিমান করে, চলে যায়।