আমি ভেতর ভালোবাসি।
বাহিরটা আলোর ছায়া,
ভেতরটা অন্ধকার,
তবে ওটাই মানুষ।


ভেতরকে দেখতে হলে
বাহিরকে ভাঙতে হয়।
বাহির না ভাঙলে
নারকেলের মতো
ভেতরের শাঁস মেলে না।


রক্ত যেমন জন্মগতভাবে
হৃৎপিণ্ডকে ভালোবাসে,
আমিও তেমনি অন্ধের মতো
অলিন্দের অন্ধকার ভালোবাসি।


আলো ফেলে অন্ধকার দেখা
যায় না বলে আমি
অমবস্যার নীরন্ধ্র আঁধার
দিয়ে অন্ধকার দেখি।


আমি মানুষ ভালোবাসি।