যদি-আবার,
কিন্তু-আবার
এবং-আবার,
সত্যি-আবার
আসতে ফিরে!
বইত নদী পাথর চিরে।
হাসত আকাশ তারায়-নীলে
ছুটত সাগর কুল হারিয়ে,
বইত বাতাস দুলিয়ে সবুজ
আমার ভুবন জুড়ে।


১৫.১২.২০১৪