কতটা পথ হাঁটলে
পথিক বলতে পারে তার
বিবর্ণ ক্লান্তির কথা,
কত জনপদ দেখা হলে
বলতে পারে দেখার সমাপ্তি।
কত সবুজের মায়া গায়ে মাখলে
পথিক গাইতে পারে
তার সহজিয়া গান।
কত ফসলের মাঠ ডিঙ্গলে
পথিক লিখতে পারে
তার সরলতার কথা।
কত পথের ধূলি-কাদা মাখলে পায়ে
বিশ্বাসের উঠোনে দাঁড়িয়ে
হাঁকতে পারে সাহসের জয় গান।
বলতে পারে নেমে আয়
                নেমে আয়,
সবুজ আর সোনালী মাঠ-প্রান্তরে
মেখে-নে জীবনের সরলতা,
যারা চায় তারা পড়ে থাক
ইট-পাথরের জঞ্জালে
পাথর হৃদয় বক্ষে পুরে।


০৫.০১.২০১৫