১.
হৃদয়ে আমার লক্ষ শব্দ পুষি
তোমায় বলবো ভেবে
হাতে আমার হাজার কলম ধরি
তোমায় লিখবো ভেবে।


২.
শব্দ দিয়ে শব্দ রাঙ্গাই
শব্দ দিয়েই সুর
একটি মাত্র শব্দের জন্য
যেতে পারি বহু দূর।
শব্দ কুড়াই শব্দ উড়াই
শব্দেই গাঁথি মালা
শব্দ নিয়ে শব্দ দিয়ে
নিত্য-জীবন চলা।


৩.
শব্দে যাচি শব্দে ভাসি
শব্দে হাসি-কান্না
শব্দে-শব্দে ওড়াই যত
শত-ইচ্ছের  ডানা।
শব্দে-শব্দে খুঁজি মিল
শব্দেই গরমিল
শব্দে-শব্দে রাতের আকাশ
তারায় ঝিলমিল।
৪.
শব্দে-শব্দে পূর্ণিমা চাঁদ
শুধুই জোছনা-বৃষ্টি
শব্দ-বধূর নিঃশব্দ চাহনি
কত যে মিষ্টি।
শব্দে-শব্দে গান-কবিতা
শব্দে মিলাই ছন্দ
শব্দে-শব্দে রাগ-অনুরাগ
শব্দে তাড়াই ধন্দ।
২৪.০২.২১৬