-১
কাটলে সুতা কাটুক (আবার)
আমার তাতে কি,
নিজকে তুমি ভাবছ বড়
তোমার প্রতি ছি!
লাটাই-সুতা সবকিছুই
তোমার হাতে-ই থাক,
কাটলে তুমি কাট সুতা
আমার সব-ই যাক।
লাটাই-সুতা নিয়ে তুমি
ফেরত যখন যাবে,
সুতা কাটা ঘুড়ি তখন
উড়বো আকাশ মাঝে।
আকাশ জুড়ে উড়বো (আমি)
খুঁজতে অপার নীল,
নীলের পরেছে তারার গহনা
হৃদয় ঝিলমিল।


-২
আকাশ জুড়ে উড়বো (আমি)
চুঁতে অপার নীল,
সে আশাতেই উড়িয়ে
দিলাম আমার মন’চিল।
সে আকাশে উড়বো আমি
দেখবো আকাশ’পাড়া,
আমার এখন সময়ের
নাইকো কোন তাড়া।
তারকার ঐ গয়না পরে
আকাশ কেন সাজে,
এই কথাটাই থেকে থেকে
হৃদয়ে আমার বাজে।
কার আশাতে এমন করে
সাজলো আকাশ সাঁঝে,
চাঁদের টিপ কপালে পরে
হাঁসে শুধু লাজে।
২৩.০২.২০১৭