হাত ভরা বিষ'তুন
মন চায় করি খুন।
বিবেক দেয় নাকে রশি
সব চাওয়া পড়ে খসি।



আর কতটুকু নির্বোধ হলে
সার্বজনীন উৎসবের নামে করবে অধর্ম চর্চা
আর কতটুকু নির্বোধ হলে
সময়ের বাঁকা শ্রোতে বেহুদা সময়ের খরচা।



জানি এসব-ই সময়ের প্রয়োজন মাত্র
বুঝাবার-বুঝেনেয়ার  বাগড়া,
এতো ভালোবাসি এতো কাছা-কাছি
তবুও কেন মধুময়  ঝগড়া।
উৎসর্গঃ মোল্লা আলিম (ভাই) ও আবীর মাহমুদ(ভাই)



ইস! কানে ফিস-ফিস
শুনে মনে লাগে বিষ
ধরে জ্বালা গায়ে
হাত নিস-ফিস।



আসছি বলে, কথার ছলে
ভুলিয়ে তুমি রাখ,
আসবে বলে, সুখের ছলে
হৃদয় শান্তি মাখ।