প্রশ্ন করা মানা,
এ যেন এক আজব কারখানা;
প্রশ্ন যদি করো তবে হারাবে ঠিকানা।


প্রশ্ন করা মানা,
দেখবে শুধু বলতে কিন্তু মানা;
বলতে যদি চাও জেল হবে ঠিকানা।


প্রশ্ন করা মানা,
এ কিন্তু এক আজব জামানা;
প্রশ্ন যদি করো তবে তুমি ভালো না।


প্রশ্ন করা মানা,
আইন অন্ধ চোখেও দেখে না;
আইনের কিন্তু চশমা পড়তে মানা।


প্রশ্ন করা মানা,
আমায় জ্ঞান দিতে এসোনা;
আমি সর্বজ্ঞাণী এটা কি জানোনা।


প্রশ্ন করা মানা,
আবার কানে শোনা যাবেনা;
কানটা নিবে চিল খুঁজেও পাবেনা।


প্রশ্ন করা মানা,
আবার চোখে দেখা যাবেনা;
ছানি যদি পড়তো দেখতে হতনা।