আঁধারের শরীর বেয়ে উঠে এসেছে যে রাত
ক্লান্ত চোখের বারান্দা চুইয়ে পড়তে চায় ঘুম
তবু ক্লান্তিহীন চোখে বসে আছি আমি নির্ঘুম ,


আমি আর আমাকে আজ করে দিয়েছ পর
অন্যকারো সাথে বেধে তোমার আপন ঘর
তবুও আমি বলছি প্রিয় আমার ভীষণ জ্বর ৷


তোমার মনে করতে গিয়ে ভালোবাসার চাষ
আজ আমার হলো এযে এক চরম সর্বনাশ
তবু আমি দেবোনা তোমায় কোনই দীর্ঘশ্বাস ৷


যাকে ভালোবাসো তাকে নিয়েই স্বপ্ন দেখো
তার সাথেই তোমার মতো তুমি ভালো থেকো
মিছে কেনো আমার ভালোমন্দের চিন্তা করো ৷


তুমিতো ঠিকই খুঁজে নিলে তোমার আপনজন
পথহারা ক্লান্ত পথিক আমি কি করবো এখন
তোমার কথা আজকে আমার কাছে শব্দদূষণ ৷