তোমার স্মৃতির ধ্বংসাবশেষ আজ পেড়েক ঠুকে দেয়ালে ঝোলানো ;
জীবনের প্রাণবন্ত এলাকা থেকে তোমার স্মৃতিরা আজ একঘরে ,
হারানোর যন্ত্রণারা আজ শেকড় বিছিয়ে রেখেছে হৃদয় করিডোরে ;
আর এ দেহের প্রতিটি কোষগুলোতেও আজকে বিষাদ জড়ানো ।


তোমাকে হারানোর যন্ত্রণারা আমার জিন কোষে আজকে সহজাত ;
এই যে আমি আজ বেঁচে আছি এটাও আজকে নিয়তির নির্দেশে ,
আমার কাছে বুঝি মৃত্যুদূত আসতে ভুলে গেছে ঈশ্বরের নির্দেশে ;
হৃদয় মানচিত্র জুড়ে পাওয়া না পাওয়ার হিসেব
নিয়েও ঝঞ্ঝাট ।


আমার দুঃখের শঙ্খধ্বনিরাই আজকে আমার একমাত্র শোকপত্র ;
তোমার স্মৃতির ধ্বংসাবশেষ আজও ক্রুশ কাঠে ঝোলানো আছে ,
হারানোর যন্ত্রণারা ফাঁসির দড়ির মতোই গলায়
আটকে আছে ;
আমার চোখের জলেই আজ ভালোবাসাদের এতো চাকচিক্য ।