তোমার বাজেয়াপ্ত'র তালিকায় ,
শুধু আমার লেখা চিঠি গুলোই আজ দেখা যায় ৷
আমাকে নাকি ভালোই বাসনি ,
তবে কেনো যত্ন করে চিঠিগুলো রেখেছো শুনি?
শুকনো গোলাপ,পুরোনো চিঠি ,
কতোটা যত্নে তুলে রেখেছো আমি তা জেনে গেছি ,
আমার স্থান কাউকেই দাওনি ,
তাইতো সুকৌশলে আজও তুমি রয়ে গেলে চিরকুমারী ৷
পিতামাতার অবাধ্য হতে পারনি ,
পারনি আমার মতো বাউন্ডেলের সাথে জীবন জড়াতে ৷
তবুও আজও আমার ছবি ফ্রেমবন্দি
আজতো জেনে গেছি সেদিন জীবনের সাথে তুমি করেছিলে সন্ধি ৷
আধুনিকতার এই নব্যযুগে ,
যখন মানুষ চিঠি লেখাই ভুলে গেছে আর আমি চিঠিগুলো কিনছি ৷
শেষ একটা অনুরোধ তোমাকে
বার্ধক্যের করাল ছোবলে আমরা দুজনেইতো বন্দি আজকে ৷
কটা দিনই আর বাঁচবো?
জীবনের যে কটাদিন অবশিষ্ট আছে তুমি কি থাকবে আমার সাথে?
আজ নিজেকেই বাজেয়াপ্ত করলাম ,
তুমি কি আমাকে নিবে বার্ধক্যে ভরা জীবনের শেষ অবলম্বন করে?