এই লোকালয় ছেড়ে অনেক দুরে চলে যাবো ,
তুই কি যাবি আমার সঙ্গে ?
এই মিথ্যে কথার মেকি শহরের সীমানা পেড়িয়ে
খটখটে রোদ্দুর আর ক্লান্ত আকাশটা মাথায় করে যাবো ,
তুই কি যাবি আমার সঙ্গে ?
সে শহরে মন মনেতে মিশেনা কেমন করে থাকবো সে শহরে ?
যে শহরে মুখগুলো সব মুখোশ পড়ে ঘোরে সে শহর ছেড়েই চলে যাবো দূরে ,
তুই কি যাবি আমার সঙ্গে ?
কতো হাসি মুখের আবাস দেখি শহরের ম্যানশন গুলোতে ,
তবু কোন হাসি মুখ সুধায়না কেনো আমি একা পড়ে শহরের মোড়ে ,
তাই সেই শহরকে আজ ছাড়পত্র দিয়ে যাচ্ছি চলে দূর বহুদূরে ,
তুই কি যাবি আমার সঙ্গে ?
এই ইট,কাঠ,পাথরের শহর ছেড়ে চলে যাবো দূরে ,
তুই কি যাবি আমার সঙ্গে ?