বলতে পারিস মা ?
কাকে আর জানাবো এ কষ্ট আর যন্ত্রণা
তোর বুকেতে থাকে কতো মানুষরুপী হায়না
তোরই দুধ পান করে আর তোকেই চিনেনা
বলতে পারিস মা ?
কাকে আর বলবো আজ এ দুঃখের কথা
যে মাটিতে ঘুমিয়ে আছে হাজার মহান আত্বা
সে মাটিতে বসত করে দেশ বিরোধী সত্বা ৷
বলতে পারিস মা ?
কাকে আর দেখাবো এ দু'চোখের কান্না
তোর মায়া মমতায় তো ছিলনা ছলনা
তবে কেনো তোর সাথে হয় এতো প্রতারণা ৷
বলতে পারিস মা ?
কাকে আর শোনাবো এই সুরের মূর্ছনা
যে বুকেতে ছিলো বাংলা গানের সাধনা
সে বুকেতে বাজে আজ ভীনদেশী সব বাজনা ৷
বলতে পারিস মা ?
স্বাধীন হবার পরেও কেনো আমরা স্বাধীন না ?