জীবনের খাতায় পুরো অধ্যায় বদলে যাচ্ছে
অদৃশ্য অস্ত্রে রক্তপাতহীন ভাবে যুদ্ধ চলছে ;
প্রতিনিয়তই এখানে মানুষকে খুন হতে হচ্ছে ।


সংঘর্ষ ছাড়াই সম্মুখ থেকে খুন হয়ে যাচ্ছে
আর লাশগুলো পৃথিবীর মর্গে পড়ে থাকছে ;
আবার স্বজন সৎকার ছাড়া সমাধিস্ত হচ্ছে ।


এখানে জীবিকার সাথে স্বপ্ন হারিয়ে যাচ্ছে
আর প্রতিনিয়ত জীবিত মানুষেরা খুন হচ্ছে ;
আকাশ জুড়েও চিল শকুনের উল্লাস চলছে ।


মসজিদ মন্দির গীর্জা সবই আজকে ফাঁকা
সর্বশক্তিমানও উপসানালয়ে আজকে একা ;
ধর্ম আর অধর্মের যুদ্ধে মানুষই হচ্ছে বোকা ।


এ যুদ্ধে কোন আহত সৈনিক বা যোদ্ধা নেই
আমিও হয়তো খুন হয়ে যাবো একটু পরেই ;
তবুও এ হত্যাকান্ডগুলো ধামাচাপা পড়বেই ।