হাজারো আলোর ঝলকানিতেও পৃথিবীটা আঁধারে ঢাকা ;
যেমন করে বাতির নিচেই ভরে থাকে ঘোর কালো আঁধারে।


লাখো কোটি মসজিদ মন্দির গীর্জায় আজ পৃথিবী
ঢাকা ;
যেমন সারি সারি পাইন গাছ দাড়িয়ে থাকে মাথাটা উঁচু করে।


কখনো কবর কখনো চিতা থেকে উঠে আসে জ্বলন্ত দীর্ঘশ্বাস ;
যেমন করে কেঁচো উঠে আসে নরম পঁচা মাটি ভেদ করে।


মশা মাছির মতো করেই আজকে বংশবৃদ্ধি করছে সন্ত্রাস ;
আর ক্ষুদ্ররা নিজের স্থান করে নিচ্ছে চিতাতে কিম্বা কবরে।


ধর্মগ্রন্থগুলো আজ সুন্দর সুশৃঙ্খল পরিপাটি মলাটে আবদ্ধ ;
যেমন পাথরের ভিতরটা সাজানো থাকে শস্য দানার
মতো করে।


ধর্মগ্রন্থগুলোর শান্তির বাণীকে আজ ভুলতে বসেছে  ধর্মান্ধ ;
এই ধর্মান্ধরা আজ যেনো এক বিষ ফোঁড়া পৃথিবীর কোল জুড়ে।