লোক সমাগমে পুর্ণ এ শহরে
সময়ও যেন নোঙ্গর ফেলেছে
সবই চলছে --- তবে একটু থেমে
ব্যাস্ততায় ভরা এ শহর কে
ক্লান্তিতা এসে ঢেকে দিয়ে গেছে
গোধূলির শেষ বেলাতে় ৷
পূর্ণ মানুষেরা পূর্ণতায় পরিপুর্ন
আর অপূর্ণ রা ----------?
নিঃস্বতার চাদর মুরিয়েছে গায়ে ৷
পরিপাটি হয়ে সেজে আছে
শহুরে পথঘাট গুলো
হয়তো ইচ্ছায় নয়তো নয় ৷
ডুব দিয়েছে গোধূলীতে
ক্লান্ত শহর আর মানুষেরা ৷
আঁধারও বুঝি কিছু পরে
ঝুরজুর পড়বে ঝড়ে
রাত্রি ও পৃথিবীর পানে ,
ব্যাস্ততাও বাড়ি যাবে ,
লোকালয় ঘুম যাবে ,
থেমে যাবে পৃথিবীর কোলাহল
ক্লান্ততায় দু'আঁখি মুদিবে
কর্মক্লান্ত এ শহর ৷