সুস্মিতা আজও হয়নি লেখা
তোমার শেষ চিঠির উওরটা
কি লিখবো আমি
বলতে পারো কি?
তুমি তো ছিন্ন করলে
সব কিছু এক চিঠিতে
বলে দিলে প্রয়োজন নেই
প্রয়োজন নেই তোমাকে ৷
বুকের কাছে টেনে নিয়েছিলে
আদর,সোহাগ আর ভালবাসা দিয়ে
অথচ! আজ সবই দিলে
ধুলোর মাঝে মিশিয়ে
ছেড়া কাগজের মতো করে
প্রিয়তমা সাধ ছিল তোমাকে নিয়ে
চলে যাব সুখের রাজ্যে
সেখানে থাকবে যে-
সে শুধু তুমি আর তুমি
ব্যাস আর কিছু নয়
প্রিয়তমা কি লিখবো
শেষ চিঠির উওর বলো?
লিখবো কি? বাঁচবো না
এক দণ্ড তুমিহীনা ৷
নাহ্ তা কি হয়?
স্বার্থপরের মতো হয়ে যায়
সেই ভালো সব অব্যক্ত রয়ে যাক
যদি কভু ফিরে এসে প্রশ্ন করো
শেষ চিঠির উওরটা নেবো
তবুও বলতে পারবো
প্রিয়তমা ক্ষমা করো
আজও হয়নি লেখা
তোমার শেষ চিঠির উওর টা