তুমি যখন শূন্য বেলকোনীতে,
ভোর বেলা একলা এসে দাঁড়াবে,
আমি তখন বেলকোনীতে
ফুল হয়ে থাকবো ফুটে৷
তুমি যখন শূন্য আকাশ পানে চা বে
তখন আমি মেঘ হয়ে দেখে যাবো তোমাকে৷
তুমি যখন শূন্য পথে একলা হেঁটে যাবে
আমি তখন ধূলো হয়ে লুটাবো তোমার পায়ে৷
তুমি যখন কোলাহল থেকে একটু আড়াল হবে
আমি নীরবতা হয়ে তোমায় যাবো ছুয়ে৷
তুমি যখন রাতের আধাঁরে একলা হেঁটে যাবে
আমি তখন ছায়া হয়ে রবো তোমার পাশে৷
তুমি যখন শুন্য ঘরে একলা জেগে রবে
আমি তখন গান হয়ে যাবো তোমার ওষ্ঠ ছুয়ে৷
তুমি যখন ঘুমের রাজ্যে যাবে চলে
আমি তখন স্বপ্ন হয়ে পাহারা দেবো তোমাকে ৷